,

ThemesBazar.Com

“আলাপচারিতায় মডেল,অভিনেতা লিংকন সাম্মাৎকার”

 

সুপারস্টার শফিউল ইসলাম লিংকন । সম্প্রতি কি করে তোমায় বুঝাই, মনের একেলা ঘরে, এখন আমি অনেক ভালো তুমায় ছাড়া থাকতে পারি,মিউজিক ভিডিওগুলো ব্যাপক দর্শক জনপ্রিয়তা পায় । তাছাড়া সম্প্রতি প্রকৃত ভালবাসা নামে একটি শর্ট ফিল্ম ব্যাপক জনপ্রিয়তা পায় একি সাথে লিংকনকে এনে দেয় তারকা খ্যাতি । সারা দেশ তথা দেশের বাহিরেও তিনি এখন সবার কাছে পরিচিত মুখ ।
তিনি একাধারে মডেল, অভিনেতা ও উপস্থাপক । এ সময়ের তারকা লিংকনের সাথে বিনোদন সময় প্রতিনিধির কথা হয় ।

কি নিয়ে ব্যস্ত আছেন ?
* কিছু মিউজিক ভিডিও গান, শর্ট ফিল্ম চাকরি ও বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপনার কাজ নিয়েও ব্যাস্ত ।

আপনি কোন উৎসাহতে মিডিয়াতে এলেন ?
* সত্যি কথা বলতে কি বলিউড এর শাহরুখ খান আমার প্রিয় মডেল, অভিনেতা । তার মুভি দেখে আমি উৎসাহ পেতাম। যার জন্য পরে মিডিয়াতে আসা ।

পরিবার থেকে আপনাকে উৎসাহ দিয়েছেন কে ?
* আমার মা বিভিন্ন সময় আমাকে উৎসাহ দিয়েছেন।

এখন তো আপনাকে সবাই চিনে শুধু দেশ নয়। দেশের বাহিরেও আপনি এখন পরিচিত মুখ সবাই আপনার সাথে কথা বলতে চায় সেলফি তুলতে চায় ব্যাপারটি কিভাবে নিচ্ছেন ?
* আগে তো কেউ আমার সাথে সেলফি তুলে নি, এখন তুলছে । ভালই লাগছে সবার সাথে কথা বলতে পারছি।

যতটুকু আমরা জানি ফেইজবুকে, ফ্যান পেজ এ আপনার অনেক মেয়ে ভক্ত তারা আপনার সাথে চ্যাট এ কথা বলতে চায়, সেলফি তুলতে চায় কেমন লাগছে ?
* তাদের জন্যই এ পযন্ত আসা । সব সময় আমার জন্য দোয়া করবেন এটা চাই ।

কোন বিঞ্জাপন বা মুভিতে কাজ করছেন কি ?
* কথা চলছে। গল্প ভাল হলে করব ।

হালের তিন জনপ্রিয় অভিনেত্রী পরীমনি ,মাহিয়া মাহি ,নুসরাত ফারিয়া যদি তাদের বিপরীতে আপনাকে অভিনয় করতে বলা হয়
আপনি কাকে বেছে নিবেন ?
* যেহেতু তিনজনই সম্ভাবনাময়ী আমি কাউকেই নিরাস করতে চাই না ।

আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি ?
* এখন মিডিয়াতে কাজ করছি । আরও ভাল কিছু কাজ করতে চাই ।

অবসর সময় কি করেন ?
* ঘুরতে খুব ভাল লাগে ।

অর্থ, সম্মান, খ্যাতি কোনটি বেশী জরুরী ?
* আমার কাছে তিনটিই জরুরী মনে হয়।

কোন জিনিস সঙ্গে নিতে ভুলেন না ?
* মোবাইল ফোন ও মানিব্যাগ,জুতা ।

কোন কাজে সাফল্য আসলে কার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন ?
* প্রথমে মহান আল্লাহর কাছে, পরে মা-বাবার কাছে ।

আপনার ভক্তদের উদ্দেশ্যে কিছু বলার আছে ?
* আমার জন্য দোয়া করবেন। আর ভাল যে কোন কাজে এগিয়ে যাবেন ।

ধন্যবাদ আপনাকে
* আপনাকেও ধন্যবাদ।

ThemesBazar.Com

     More News Of This Category